আবাসিক নীতিমালা
আবাসিক নীতিমালা
- প্রতি মাসের নির্ধারিত খাবার চার্জ এবং সিট ভাড়া অগ্রিম পরিশোধ করতে হবে।
- কোন শিক্ষার্থী ছাত্রাবাস হতে চলে যেতে হলে বছরের বাকি মাস সমূহের সিট ভাড়া এবং বকেয়া (যদি থাকে) পরিশোধ করতে হবে।
- স্থানীয় যে সকল শিক্ষার্থী ছাত্রবাসে অবস্থান কবে তারা ছাত্রবাসে খাবার খাবে অথবা ছাত্রাবাসে খাবার সরবরাহের ব্যবস্থা করবে। খানার অযুহাতে বাসার সাথে যোগযোগ করা যাবে না।
- শিক্ষার্থীদের পরস্পর অশোভনীয় আচরণ, অশালীন কথাবার্তা ইত্যাদি ছাত্রাবাসে সিট বাতিল হওয়ার মত অপরাধ।